'বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রতিপক্ষরা আরও সতর্ক হবে'

ছবি: ফেসবুক

ক্রাইস্টচার্চে হারের আগে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতে বাংলাদেশ। কিউইদের মাটিতে টেস্টে তো বটেই, যে কোনো সংস্করণের ক্রিকেটেই যা টাইগারদের প্রথম জয়। এই জয়ের ফলশ্রুতিতে প্রাপ্তির মুদ্রার দুটি দিকই দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

প্রথমত, দেশের বাইরে টেস্ট খেলতে গেলে এখন থেকে বাংলাদেশকে হালকাভাবে নেবে না কোনো প্রতিপক্ষ। দ্বিতীয়ত, যেহেতু প্রতিপক্ষরা সতর্ক হয়ে যাবে, তাই বাংলাদেশকে পড়তে হবে আরও চ্যালেঞ্জের মুখে।

ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের ফল এসেছে তৃতীয় দিনে। নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরেছে আগের টেস্টে ৮ উইকেটে জেতা টাইগাররা। ম্যাচের পর মুমিনুল জানিয়েছেন সিরিজের ফল ও আগামীর করণীয় নিয়ে নিজের ভাবনা।

'আমার মনে হয়, দলীয় দিক থেকে আমাদের জন্য আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ, আমরা যখন বিদেশে খেলতে যেতাম, তখন তারা ধরে নিত আমরা বিদেশে খুব একটা ভালো করতে পারি না। প্রতিপক্ষ ওভাবেই চিন্তা করত। এখন সবার মধ্যে সতর্কতা চলে আসবে।'

'সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে, এরপর আবার ওয়েস্ট ইন্ডিজে খেলা আছে। সবাই আরও বেশি সতর্ক হবে। আমার মনে হয়, আমাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জ হবে। জিনিসটা এত সহজ হবে না। আরও চ্যালেঞ্জিং হবে, তো এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে।'

উল্লেখ্য, বিদেশের মাটিতে আগেও টেস্ট জিতেছে। তবে নিউজিল্যান্ড আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী হওয়ায় তাদের বিপক্ষে পাওয়া জয় ভীষণ তাৎপর্যপূর্ণ। এর আগে উপমহাদেশে শ্রীলঙ্কার বিপক্ষে একটি এবং উপমহাদেশের বাইরে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি করে টেস্ট জিতেছে তারা।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago