রিভার্স সুইপ করে টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি করেছি: মুশফিক 

Mushfiqur Rahim
সেঞ্চুরির পর মুশফিকুর রহিমের উদযাপন। ছবি: ফিরোজ আহমেদ

পরিস্থিতির বিপরীতে গিয়ে একাধিকবার রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে সমালোচনায় পড়েছেন মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়েও আছেন এমন উদাহরণ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিতে একবারও এমন কিছু করতে দেখা যায়নি তাকে। মুশফিক অবশ্য জানালেন, প্রয়োজন হলে এই শট তিনি খেলবেনই কারণ তার দুটো ডাবল সেঞ্চুরিতেই নাকি আছে কয়েকটি রিভার্স সুইপ।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রান করার পথে দেশের হয়ে টেস্টে প্রথম পাঁচ হাজার রান স্পর্শ করেন মুশফিক। নিজের মন্থরতম সেঞ্চুরি করতে মুশফিক লাগান ২৭০ বল। পুরো ইনিংসে তাকে একবারও রিভার্স সুইপ খেলতে দেখা যায়নি। আউট হয়েছেন অবশ্য একটি সুইপ শট খেলে। 

বুধবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে  রিভার্স সুইপের সঙ্গ আসতেই সপ্রতিভ হয়ে উত্তর দেন মুশফিক,  'আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে - সুইপ শট খেলে আউট হলেন (হাসি)। এটা ডিপেন্ড করে উটইকেট কেমন তার ওপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন সেখানে তো আর অন্য শট খেলার কোনো প্রশ্নই উঠে না। আর আমি মনে করি এটা খুব ভাল উইকেট এবং ব্যাটিং বান্ধব উইকেট। এখানে যদি ডিফেন্স ভাল করেন তাহলে সোজা ব্যাটে ভাল খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না।'

ক্যারিয়ারে তার আছে তিনটি ডাবল সেঞ্চুরি। যার দুটোতে রিভার্স সুইপ খেলেই সফলতা পাওয়ার কথা জানান মুশফিক,  'আর একটা জিনিস বলি, আমি কিন্তু রিভার্স সুইপ করে দুটো ডাবল সেঞ্চুরি করেছি।  এটা আমি একটু বলে রাখতে চাই। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন ওই দুটো দুইশোতে তিন চারটা রিভার্স সুইপ করা আছে। নিশ্চিতভাবে আমি মনে করি এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে খুবই ঝুঁকিপূর্ণ  শটও। তবুও আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না।'

২০২১ সালের জানুয়ারি থেকে সব সংস্করণ মিলিয়ে ১৮বার রিভার্স সুইপের চেষ্টা করে দুটো বাউন্ডারি মারতে পারেন তিনি। আউট হন চারবার।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দল যখন ফলোঅনের শঙ্কায়, লাঞ্চের কয়েক মিনিট আগে রিভার্স সুইপে আত্মাহুতি দেন নিজের ইনিংস। এরপরই সমালোচনা হয়েছিল চড়া।

Comments

The Daily Star  | English

Police grapple with surge in crime

Data from the Police Headquarters presents a grim picture of violent crimes, including murder, mugging, robbery, extortion, and mob violence, in the first six months of 2025.

16h ago