ইকোপার্ক থেকে উদ্ধার ১৭ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ১৭টি বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় র‌্যাব-৬ ও বন বিভাগের কর্মকর্তারা এসব প্রাণী অবমুক্ত করেন।

এ সময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, মৎস্য বিশেষজ্ঞ মো.মফিজুর রহমান, করমজল বন্যপ্রাণী প্রজননের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজাদ কবিরসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবমুক্ত করা বন্যপ্রাণীর মধ্যে ১টি কুমির, ২টি হরিণ, ৩টি বানর, ২টি কচ্ছপ, ৭টি বক এবং ২টি মাসমুরাল পাখি রয়েছে।

গত ১৫ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার রঞ্জিতপুরে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও র‌্যাব-৬।

এর মধ্যে ১৭টি প্রাণীকে সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। সাফারি পার্ক, যশোরের কেশবপুর ও বন বিভাগের বিভাগীয় অফিসে বাকিগুলোর পরিচর্যা করা হবে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago