‘হি’ আর ‘শি’ নিয়ে ঝগড়া

একটি রিসোর্টে বেড়াতে আসা মানুষের গল্প নিয়ে নাটক 'হি-শি'। আজ রোববার নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
রিসোর্টের টয়লেটের দরজায় লেখা 'হি' এবং 'শি' নিয়ে রিসোর্টের ম্যানেজারের সঙ্গে মেয়েটির ঝগড়া হয়। তারপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।
নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং কে এম সোহাগ রানা।
নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা, ফারিহা প্রমুখ।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোথাও বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানান অভিজ্ঞতা হয়। এগুলোর কোনোটা হাসির, কোনোটা আনন্দের, আবার কোনোটা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে নাটকটি।'
নাটকে 'আমি তো বুঝিনি কখন' নামের একটি গান গেয়েছেন তাসনিম আনিকা। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আপেল মাহমুদ এমিল।
Comments