ওয়াদা করছি, ডিএসসিসির সব জঞ্জাল মুক্ত করে ছাড়ব: তাপস

শেখ ফজলে নূর তাপস। ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, 'আপনাদের কাছে ওয়াদা করছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব জঞ্জাল মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।'

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নাঈম হাসানের হত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর নগর ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমাবেশে গিয়ে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, 'চালকের দায়িত্ব ছিল নিয়ম-কানুন মেনে গাড়ি চালানোর। সে সেই দায়িত্ব পালন করেনি। আরেকজন ভাড়াটিয়া চালককে দিয়ে গাড়ি চালিয়েছে। সুতরাং সবাইকে শাস্তিভোগ করতে হবে। যার দায়িত্ব ছিল, তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। চাকরি থেকেও অপসারণ করব।'

'যে চালক গাড়ি চালানো অবস্থায় ছিল, সে খুনি। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব, ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, সেই খুনির ফাঁসি চাই আমি।'

তাপস আরও বলেন, 'কোন বহিরাগত যেন, ডিএসসিসির কোন গাড়ি চালাতে না পারে, সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। আপনাদের যে দাবি এসেছে, আমি আপনাদের হয়ে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের পক্ষে অ্যাডভোকেসি করব। সরকারের কাছ থেকে সব দাবি আদায়ের ব্যবস্থা করব।  আমাদের নির্বাচনী ইশতেহার ছিল ঢাকা নিরাপদ শহর হবে। নিরাপদ সড়ক করতে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।'

নাঈম শুধু আপনাদের ভাই না, বন্ধু না, একটি ১৭ বছরের সন্তান মন্তব্য করে মেয়র বলেন, 'সন্তানহারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমিও মাত্র পৌনে ৪ বছরে আমার পিতা-মাতাকে হারিয়েছি। আমার মনেও কষ্ট ছিল। আমার মনেও আক্রোশ ছিল। বড় হয়ে পিতা-মাতার হত্যার বিচার নেব। নিজ হাতে খুনিদের খুন করব। কিন্তু আমি করি নাই। আমি সব কষ্ট বুকে ধারণ করে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি। শিক্ষা গ্রহণ করে পিতা-মাতা ও বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য এজলাশে দাঁড়িয়েছি।'

'সম্প্রতিকালে আমি আমার সন্তানের সঙ্গে ছুটি কাটিয়ে এসেছি। কিন্তু আসার দিনেই আমি নাঈমকে হারাব তা কল্পনাও করতে পারিনি। নাঈম শুধু আপনাদের ভাই না, আপনাদের বন্ধু না আমাদের একটি ১৭ বছরের সন্তান', বলেন তাপস। 

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago