দিনাজপুরে মাটির দেয়ালচাপায় গৃহবধূর মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাটির বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে সামসুন নাহার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর (নদী পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সামসুন নাহার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক শাহ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজ্জাকের প্রতিবেশীরা জানান, সকালে ঘরের পাশে বসে মাছ কাটছিলেন সামসুন নাহার। হঠাৎ দেয়াল ভেঙে তার ওপরে পড়ে। দ্রুততম সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments