মুন্সিগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

নিহতদের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ছবি: স্টার

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকার নির্মাণাধীন সেতুর খাদে পড়ে ২ তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন।

আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার পুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মুন্সিগঞ্জ সদরের উত্তর চরমশুরা এলাকার শরফত উল্লাহর ছেলে মো. ফাহিম হোসেন ও একই এলাকার মো. মানিকের ছেলে মো. জিসান হোসেন। তারা মুন্সিরহাট এলাকায় থাকতো। ফাহিম মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও জিসান এসএসসি পাশ করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আহত জাহিদ হোসেন একই এলাকার মো. আহাদ আলীর ছেলে। সে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৩ বন্ধু প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে নির্মাণাধীন একটি সেতুর কাজ চলছিল। এজন্য ওই সড়কের পাশ দিয়ে একটি বাইপাস সড়কে যানবাহন চলাচল করে। এ সড়কে যাতায়াতের অভিজ্ঞতা না থাকায় তারা বাইপাস সড়কটি দেখেনি। তারা দ্রুতগতিতে বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে নির্মাণাধীন সেতুর গভীর খাদে খালের পানিতে পড়ে যায়। স্থানীয় বাজারের নৈশপ্রহরী পুলিশকে ঘটনাটি জানালে টহল টিম প্রাইভেটকার থেকে ৩ জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যায়। গাড়িটি প্রায় ১৫-২০ ফুট নিচে পড়ে যায়, এতে আঘাতপ্রাপ্ত হয় তারা।'

ওসি আরও বলেন, 'জিসান তার দুলাভাই মো. লিখন হোসেনের প্রাইভেটকার নিয়ে বের হয়। তখন লিখন বাসায় ছিলেন না। জিসান মোটামুটি গাড়ি চালাতে জানে। তার গাড়ি চালানোর বয়স হয়নি। ৩ জনই অপ্রাপ্তবয়স্ক।'

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত সাড়ে ৪টার দিকে মৃত অবস্থায় ২ তরুণকে আনা হয়। আরেকজন আহত ছিল।'

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ডেইলি স্টারকে বলেন, 'দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।'

নিহত জিসানের বোন রুপা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'নির্মাণাধীন সেতুর আশপাশে কোনো নির্দেশনা ছিল না। সেখানে কোনো সাইনবোর্ড না থাকায় গাড়িটি খালে পড়ে যায়।'

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

1h ago