লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদ নগর বউ বাজারে প্লাস্টিক কারখানায় লাগা অগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আজ শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, দুপুর ১২টা ৬ মিনিটে ফায়ার সার্ভিস ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। 

তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
 

Comments

The Daily Star  | English
China urges US for fair trade talks

China warns countries against striking trade deals with US at its expense

Beijing "will take countermeasures in a resolute and reciprocal manner" if any country sought such deals, a ministry spokesperson said

1h ago