গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামাল হোসেনের

গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য গণফোরামের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ আহ্বান জানান।
লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, 'আমি সবসময় ঐক্যের কথা বলেছি।'

অসুস্থতার কারণে কাউন্সিলে যোগ দিতে পারেননি এই বর্ষীয়ান রাজনীতিক।
তবে তিনি কাউন্সিলের সফলতা কামনা করেছেন।
Comments