দ. আফ্রিকার ফ্লাইট পৌঁছানোর আগেই নেদারল্যান্ডসে ওমিক্রন শনাক্ত হয়

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ধারণার আগেই করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ দেখা দিয়েছিল বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বিবিসির সংবাদে বলা হয়েছে, গত ১৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নেওয়া দুটি নমুনা পরীক্ষা করে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। যেটি ছিল দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ারও আগের ঘটনা।
তবে, এটা পরিষ্কার নয়, যাদের নমুনা নেওয়া হয়েছিল তারা দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন কি না।
এর আগে ধারণা করা হয়েছিল, গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইট নেদারল্যান্ডসে পৌঁছায়। সেখান থেকে ওমিক্রন পৌঁছেছে নেদারল্যান্ডসে।
দেশটির রাজধানী আমস্টারডামে ৬১ জন যাত্রীর করোনাভাইরাস পরীক্ষা করে ১৪ জনের ওমিক্রন পজিটিভ পাওয়া যায়।
প্রাথমিক প্রমাণ থেকে দেখা গেছে ওমিক্রনের ক্ষেত্রে পুনরায় সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিনের কার্যকারিতার ওপর এই পরিবর্তিত রূপ কীভাবে প্রভাব ফেলবে তা জানার জন্য প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।
মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) জানিয়েছে, 'একটি বিশেষ পিসিআর পরীক্ষায়, সংগৃহীত নমুনাগুলোর স্পাইক প্রোটিনে অস্বাভাবিকতা দেখা গেছে।'
আরও বলা হয়েছে, 'এটি উদ্বেগ তৈরি করে যে ওমিক্রন ভেরিয়েন্ট... জড়িত থাকতে পারে। (স্বাস্থ্য কর্মকর্তারা) সংশ্লিষ্টদের অবহিত করবেন এবং উৎস ও সংক্রমণের বিষয়ে সন্ধান করবেন।'
ওমিক্রন শনাক্ত হওয়ার পর গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা বিশ্বকে নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে। তারপর থেকে, অন্যান্য দেশগুলোও এই ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক রয়েছে এবং জিনম সিকোয়েন্সিংয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
Comments