রংপুর বিভাগে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরও ২০২ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ২৩ দশমিক ২৭ শতাংশ।
চলতি মাসের ২০ দিনে বিভাগে করোনায় প্রাণ হারালেন ২৫৭ জন। গতকাল বুধবারের তুলনায় বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচ জন, দিনাজপুরের দুই জনসহ রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর তিন জন করে আছেন।
Comments