‘তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে’

ফাইল ছবি

'ঈদের আগে সয়াবিন তেল সরবরাহ না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আমদানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, আর বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে মূল্য বাড়িয়ে তাদেরকে পুরস্কৃত করল।'

আজ বৃহস্পতিবার সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এক লিখিত বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, 'সরকার জনগণকে স্বস্তি দিতে যেখানে আমদানি ও উৎপাদন পর্যায়ে এডো শুল্ক প্রত্যাহার করল, সেই সুবিধা তো জনগণ পেলই না, উল্টো আরও দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার সঙ্গে সঙ্গে বাজার থেকে হঠাৎ করে তেল উধাও করে দেওয়া হলো।'

বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল উল্লেখ করে তিনি আরও বলেন, 'এ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা, তা না করে আজ উল্টো দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে। এটি জনগণের সঙ্গে এক প্রকার প্রতারণা।'

'আমাদের দাবি, মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সয়াবিন তেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের গণশুনানি করা এবং তারপর মূল্য নির্ধারণ করা,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

10m ago