যুক্তরাষ্ট্রের মিশিগানে ১ সেপ্টেম্বর থেকে এমসিসি টুর্নামেন্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ (এমসিসি) টুর্নামেন্ট-২০২২।
অঙ্গরাজ্যটির ওয়ারেন ও ডেট্রয়েট শহরের ৪টি মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ৪ সেপ্টেম্বর টুর্নামেন্ট শেষ হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও ৫ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
আবহাওয়ার কারণে নক আউট পর্বের খেলা সম্পন্ন না হলে ৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, এশিয়া ইউনাইটেড, মিশিগান চিতা, র্যাপ্টরস, ডেট্রয়েট রয়্যালস, মোটরসিটি ইউনাইটেড, টার্মিনেটরস সিসি, লন্ডন রাইডার্স, জর্জিয়া টাইগার্স, বাংলাদেশ টাইগার্স এবং ফ্রেন্ডস ইউনাইটেড।
চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ এবারের টুর্নামেন্টের প্রাইজ মানি নির্ধারিত হয়েছে ৫৫ হাজার ডলার।
গত বছরের মতো এবারের টুর্নামেন্টেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় অংশ নিচ্ছেন।
এমসিসির প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী জগলুল হুদা বলেন, 'গতবার এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি, এবারও সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে সফল করবেন।'
Comments