বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টোকিওতে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশে চাল-ডাল-তেল-জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চাল-ডাল-তেল-জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জাপান শাখা বিএনপির ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাপান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়া সাধারণ প্রবাসীরাও অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ভাষায় (বাংলা, ইংরেজি ও জাপানিজ ) পোস্টার, ব্যানার দেখা যায়।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য কমিয়ে আনা, বিরোধী মতকে দমন বন্ধ করা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

এ সময় জাপান বিএনপির এমডি এস ইসলাম নান্নু বলেন, 'অব্যাহতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের সংকট, ভোলায় ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে হত্যা, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে আমাদের আজকের এই সমাবেশ।'

বিক্ষোভ ও মানববন্ধনে আরও বক্তব্য দেন জাপান বিএনপির সভাপতি নুর এ আলম নুরালী, এমদাদ মনি এবং অন্যান্য নেতারা।

Comments