আমিরাতে শুরু হচ্ছে ৩ দিনের প্রবাসী উৎসব

আমিরাত প্রবাসী মেলা
২০১৩ সাল থেকে দুই বছর পরপর এ উৎসবের আয়োজন করা হচ্ছে। ছবিটি এর আগের প্রবাসী মেলার। ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'প্রবাসী উৎসব।

আগামী শুক্রবার ১৪ অক্টোবর শারজাহ এক্সপো সেন্টারে শুরু হবে তিনের এই আয়োজন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মেলার উদ্বোধন করবেন বলে অশা করা হচ্ছে।

এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ অন্তত ২০ জন কর্মকর্তা  এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান যোগ দেওয়ার কথা রয়েছে।

রোববার পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে উৎসব। প্রবেশাধিকার সবার জন্য উন্মুক্ত।

উৎসবের আয়োজক আইডিয়া গ্যালারির জর্জ খান বলেন, 'বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশ আসে প্রবাসী আয় থেকে। এই আয় বহুগুণে বাড়ানোর প্রত্যয়ে ২০১৩ সাল থেকে দুই বছর অন্তর এ উৎসবের আয়োজন করা হচ্ছে।'

'অয়োজনে মূলত অংশ নেয় ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, কমিউনিটি সংগঠন'।

জর্জ খান জানান, এবারে বৈধপথে রেমিট্যান্স বাংলাদেশকে কীভাবে লাভবান করছে—এ বিষয়ের ওপর প্রচারণামূলক কার্যক্রম রাখা হয়েছে। সেসঙ্গে রেমিট্যান্স বাড়ানোর চ্যালেঞ্জগুলো এবং মোকাবিলার বিষয়ে প্রতিদিন মতবিনিময় অনুষ্ঠান হবে।

বাংলাদেশ মিশন, ব্যাংক, এক্সচেঞ্জ হাউজ এবং প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে মতবিনিময় করবেন।

এবারও প্রবাসী সিআইপি ও সেরা রেমিটারদের সম্মাননা দেওয়া হবে। সেই সঙ্গে নতুন করে তালিকায় যুক্ত করা হয়েছে, সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী বাংলাদেশি ব্যাংক এবং আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে সেরা ব্যাংক শাখা  ও এক্সচেঞ্জ হাউসদের সম্মাননা।

উৎসবের আকর্ষণ বাড়াতে প্রবাসী শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসবসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

প্রবাসী আয়ের একটা অংশ নারীকর্মী, ব্যবসায়ী এবং পেশাজীবিদের। এ জন্য উৎসবের দ্বিতীয় দিন থাকবে প্রবাসী নারীদের জন্য নিবেদিত। এ আয়োজনের দায়িত্বে থাকবে বাংলাদেশ মহিলা সমিতি।

আয়োজক সদস্য মামুনুর রশীদ জানান, চলতি মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত আমিরাত থেকে দেশে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার জেতার সুযোগ থাকছে।

লেখক: আমিরাতপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

2h ago