ঢাবির শতবর্ষে ডুয়াকের বর্ণিল আয়োজন

রোববার গ্রেটার লন্ডনের হেইনল্ট এলাকার দ্য উইলোজে দুপুর ১২টায় এই অনুষ্ঠান শুরু হয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গৌরবের একশ বছর উদযাপন করেছে যুক্তরাজ্যে ঢাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে (ডুয়াক)।

গতকাল রোববার গ্রেটার লন্ডনের হেইনল্ট এলাকার দ্য উইলোজে দুপুর ১২টায় এই অনুষ্ঠান শুরু হয়। এতে যোগ দেন বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঢাবির ৮ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার।

অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর খান এবং শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বুলবুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় বর্ণিল আয়োজন।

অনুষ্ঠানে দর্শক মাতান নন্দিত ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

বক্তারা বলেন, 'ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয় গত একশ বছরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রেখে চলেছে।'

সাংস্কৃতিক পর্বে দর্শকদের মন মাতান নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এছাড়াও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশের সংগীত শিল্পী তামান্না প্রমিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দশকের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে'র বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি ও মেধাবী সন্তানদের পুরস্কৃত করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আনোয়ার উল আলম, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি ইসলাম ও কেন্দ্রীয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য অনুপম রায়।

সব শেষে চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জার মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষের এই জমকালো আয়োজন।

Comments

The Daily Star  | English
islami bank profit falls in 2024

Islami Bank’s profit falls 83% in 2024

Surging payouts to depositors, higher provision expenses hit the bank’s earnings

1h ago