আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্যমেলা

মেলার উদ্বোধন করেন বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে 'বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের' আয়োজনে দিনব্যাপী পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে এ মেলার আয়োজন করা হয়। মেলায় আমিরাত সরকারের নিবন্ধিত ক্ষুদ্র ও মাঝারি ধরনের ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।

স্টলগুলোতে দেশীয় পোশাক, পাটজাত পণ্য, জুতা, ব্যাগ, খাবার, মসলা, প্রসাধনী, পাহাড়ি বস্ত্রসহ নানা পণ্য স্থান পায়। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো। 

মেলার উদ্বোধন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখায় নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ 

প্রবাসে ব্যস্ততার মাঝেও কীভাবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সাফল্য তুলে ধরা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। 

নারী উদ্যোক্তারা অনলাইন ও অফলাইনে ব্যবসা পরিচালনায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ৷

উদ্যোক্তা আবাদা বুশরা বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে লাইসেন্স পেয়ে আমরা ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।' 

'আমরা প্রত্যাশা করি ছোট ছোট উদ্যোগ দূর প্রবাসে নারীদের অনেক বড় সফলতা এনে দেবে,' যোগ করেন তিনি। 

আরেক নারী উদ্যোক্তা সুলতানা বিলকিস বলেন, 'আমিরাতে আইন মেনে যে কোনো ব্যবসা নিরাপদ। লাইসেন্স নিয়ে আমরা ঘরে বসে ব্যবসা পরিচালনা করছি। পরিশ্রম ও সততায় অনেকেই এখানে সফল হচ্ছেন।' 

মেলায় অংশ নেন নারী উদ্যোক্তা নিশা মোহাম্মদ, কামরুন্নেছা, নাজমা সুলতানা, রোকসানা মজুমদার, দুলালী হোসেন, নাজমান নাহার বুবলী, আবাদা বুশরা, সাদিয়া হায়দার, সাবেরা সনি কোরাইশি, নাসরীন সুলতানা, তানিয়া সালাহউদ্দিন, নাসরীন আক্তার, ফেরদৌসী আক্তার, সুলতানা বিলকিস, রাবেয়া বাসরী এবং ফাতেমা জাহান।

লেখক: আমিরাতপ্রবাসী সাংবাদিক 
 

Comments

The Daily Star  | English

CA appoints 3 new special assistants with state ministerial rank

Hours after induction three more advisers to the interim government, Chief Adviser Prof Muhammad Yunus appointed three special assistants equivalent to state minister portfolio

58m ago