আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মতবিনিময় সভা

আয়ারল্যান্ডের ডনেগালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশি প্রবাসী আইরিশ কমিউনিটির উদ্যোগে আয়ারল্যান্ডের ডনেগালে মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একটি স্থানীয় হলরুমে এই সভা হয়।

আয়ারল্যান্ডে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের মাটি-মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে সভায় আলোচনা হয়।

জোবায়ের আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ডা. মো. রফিক উল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. ফখরুল ইসলাম শামিম, রানা মিয়া, ডা. আব্দুল আজিজ, হাসান মাস্টার, মুহিব আজাদ, ইসমত আরা সিমা, মহসীনা কচি, তাসলিমা আক্তার, ইসরাত মুন, মিনা খান, ফারুক হোসেন সুমন, তানভীর আহমেদ জনি, শাকিল আহমেদ, সুমন খান, আব্দুল্লাহ পাটুয়ারি, কবীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশি প্রবাসী কমিউনিটিকে কীভাবে আরও জনকল্যাণমূলক কাজে যুক্ত করে আয়ারল্যান্ডে অবদান রাখা যায় সে ব্যাপারেও সভায় আলোচনা হয়।

Comments