প্রথম ব্যাচে দ. কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ৯২ কর্মী

ফাইল ছবি

বছরের দ্বিতীয় দিনে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ৯২ বাংলাদেশি প্রবাসী কর্মী।

সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গেল বছর দেশের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় রেকর্ড ৫ হাজার ৮৯১ জন বাংলাদেশি শ্রমিক কোরিয়ায় গেছেন।

এই ৯২ জনের মধ্যে ৬৯ জন নতুন কর্মী। চলতি বছর প্রতি সপ্তাহে প্রায় ১০০ থেকে ১২০ প্রবাসী শ্রমিক কোরিয়ায় যাবে বলে আশা করছে কোরিয়া সরকার।

কোভিড ১৯ মহামারির কারণে প্রায় দেড় বছর বিদেশি ইপিএস কর্মী নেওয়া স্থগিত রেখেছিল দক্ষিণ কোরিয়া। ২০২১ সালের ডিসেম্বর থেকে আবার ইপিএস কর্মীদের নিতে শুরু করে দেশটি।

২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২৮ হাজার ৬৯৭ জন বাংলাদেশি কর্মী ইপিএসের আওতায় কোরিয়ায় গেছেন।

ইপিএস হলো বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে নিম্ন ও মাঝারি দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য একটি কর্মসংস্থান ব্যবস্থা। যাদের বয়স ৩৯ বছরের কম এবং কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago