মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি থেকে ফিরলেন সুনামগঞ্জের নারী

সচ্ছলতার আশায় সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের এক নারী।
মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি আরব থেকে ফিরে আসা নারী। ছবি: সংগৃহীত

সচ্ছলতার আশায় সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের এক নারী।

গতকাল মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। আজ সকালে ব্র‍্যাকের সহযোগিতায় ২৯ বছরের ওই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গত বছরের ১৭ এপ্রিল সৌদি আরবে যান ওই নারী। গতকাল সকালে বিমানবন্দরে নামার পর ঘোরাফেরা করছিলেন। ঠিকানা বলতে না পারায় এপিবিএন সদস্যরা তার পরিবারকে খুঁজে বের করে ব্র‍্যাকের মাইগ্রেশন প্রজেক্টের সহযোগিতায় তার পরিবারের কাছে হস্তান্তর করে।

তিনি জানান, সুনামগঞ্জের যে এলাকায় ওই নারীর বাড়ি সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে প্রথমে যোগাযোগ করা হয়। তার মাধ্যমে পরিবারের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারীর দেশে ফিরে আসার ব্যাপারে তারা কেউ জানতেন না। গত দুই মাস ধরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন।

আজ সকালে ব্র্যাকের লার্নিং সেন্টারে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Comments