কুয়েত প্রবাসীদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ-বিএসএসে ভর্তির সুযোগ

বাংলাদেশ দূতাবাস, কুয়েত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে কুয়েত প্রবাসীদের এসএসসি ও এইচএসসি ভর্তির সুযোগ দেওয়ার পর এবার বিএ এবং বিএসএসে ভর্তির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। 

কুয়েত ছাড়াও সৌদি আরব ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহীরাও তাদের দেশের দূতাবাসের মাধ্যমে এই সুযোগ পাবেন।

আজ রোববার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য ‌বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিএ এবং বিএসএস শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে বাউবি ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশ দূতাবাস কুয়েত এই শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় করবে। এই প্রোগ্রামের সব ক্লাস অনলাইনে বাউবির মাধ্যমে পরিচালিত হবে।

আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বাউবির জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে যেকোনো ব্রাউজারের মাধ্যমে http://103.103.100.47 আইপি এড্রেসে প্রবেশ করে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারবে। পরবর্তিতে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি এবং নির্ধারিত ফি বাংলাদেশ দূতাবাসে আগামী ১৩ মার্চের মধ্যে জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ১৮ মার্চ থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ৯৬৭৮০৪৫৪ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য প্রথম বর্ষের সেশন ফি হিসেবে ৭৬.৫০০ কেডি জমা দিতে হবে। কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন করলে তার ভর্তি বাতিল ও তার ভর্তির টাকা অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট দিয়ে ভর্তি হতে পারবেন।

এর আগে কুয়েত প্রবাসীদের মধ্যে বাউবির এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছু আগ্রহীদের নিয়ে অনলাইনে একটি জরিপ পরিচালনা করা হয়, যেখানে ৫ হাজারের বেশি আগ্রহী কুয়েত প্রবাসী ভর্তির ইচ্ছা প্রকাশ করেছেন। পরবর্তিতে ২ ফেব্রুয়ারি এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে আবেদনকারী শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ছুটির দিন ছাড়া) প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দূতাবাসে উপস্থিত হয়ে নির্ধারিত ফিসহ ভর্তির কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

জিসান মাহমুদ: কুয়েত প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

1h ago