শেয়ার কেনার অভিযোগ, নিউ সাউথ ওয়েলসের অর্থমন্ত্রীর পদত্যাগ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের অর্থমন্ত্রী ড্যামিয়েন টুডেহোপ পদত্যাগ করেছেন। মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন করে টোল কোম্পানি ট্রান্সারবানের শেয়ার কেনার অভিযোগ ওঠার পর আজ শুক্রবার তিনি পদত্যাগ করেন। 
ড্যামিয়েন টুডেহোপ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের অর্থমন্ত্রী ড্যামিয়েন টুডেহোপ পদত্যাগ করেছেন। মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন করে টোল কোম্পানি ট্রান্সারবানের শেয়ার কেনার অভিযোগ ওঠার পর আজ শুক্রবার তিনি পদত্যাগ করেন। 

অবশ্য পদত্যাগের সময় মন্ত্রী বলেন, 'আমি জেনেশুনে মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন করিনি। আমার অজ্ঞাতসারে আমার পরিবারের পক্ষ থেকে শেয়ার কেনা হয়েছিল।'

সাংবাদিকদের তিনি বলেন, 'আমি আমার নিজের সততা এবং সরকারের সততাকে এমনভাবে মূল্যায়ন করি, যেন আমার আচরণ রাজনৈতিক আক্রমণের বিষয় না হয়।'

অর্থমন্ত্রী হিসেবে টুডেহোপ অপারেটরদের মালিকানাধীন রাস্তাগুলোর জন্য টোলিং সম্পর্কিত আলোচনায় সংশ্লিষ্ট ছিলেন। টোল কোম্পানি ট্রান্সারবানের মালিকানায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের ৯টি টোল রাস্তা এবং তারাই এগুলো পরিচালনা করে। 

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, 'যদি আমি জানতাম যে আমি ট্রান্সারবানের শেয়ার নিয়েছি, তবে আমি তখনই সেটা প্রকাশ করতাম। একজন সাংবাদিক বিষয়টি প্রথম আমার নজরে আনেন। তখনই আমি পদত্যাগের সিদ্ধান্ত নেই। অজ্ঞাতসারে হলেও আমি তো মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন করেছি।' 

আজ শুক্রবার ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে টুডেহোপের পারিবারিক শেয়ারের মূল্য ছিল ২৯ হাজার ডলার। এখন সেই শেয়ার দ্বিগুণেরও বেশি হয়ে ৬৫ হাজার ডলারে দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে তিনি এখন শেয়ার বিক্রি করবেন এবং লাভ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন। 

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটেট জানিয়েছেন যে তিনি অর্থমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পেরোটেট এক বিবৃতিতে বলেন, 'আমি অনেক বছর ধরে ড্যামিয়েনকে চিনি এবং তিনি একজন সৎ মানুষ। মন্ত্রী হিসেবে তিনি সবসময় সর্বোচ্চ মানদণ্ডের সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments