অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিজয় দিবসের অনুষ্ঠান ২৩ ডিসেম্বর

‘এসো মিলি প্রাণের উৎসবে' শীর্ষক এ অনুষ্ঠানে থাকবে গান, গীতিআলেখ্য, কবিতা, নাটিকা ও আলোচনা। 
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রথম ও সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগামী ২৩ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে।

'এসো মিলি প্রাণের উৎসবে' শীর্ষক এ অনুষ্ঠানে থাকবে গান, গীতিআলেখ্য, কবিতা, নাটিকা ও আলোচনা। 

সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন জানান, বিজয় দিবসের অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। এবারের অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিন্নধর্মীভাবে উপস্থাপনের জন্য প্রবাসী শিল্পীরা নিরলস কাজ করে যাচ্ছেন।

'অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে প্রবাসীদের প্রশংসা পেয়েছে। 

সংগঠনটির উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে-অস্ট্রেলিয়া প্রবাসী  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দেশ থেকে আসা খ্যাতিমান লেখক, সাংবাদিক, রাজনীতিকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন এবং দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানো। 

করোনাকালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শরণার্থী ও শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করার কারণে স্থানীয় কাউন্সিল সংগঠনটিকে 'কোভিড হিরো' অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছিল। 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments