আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি গাড়িচালক

আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক ইলেকট্রনিক ড্রয়ে ১০ লাখ দিহরাম জিতেছেন তিনি।
মোহাম্মদ। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ১০ লাখ দিহরাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা।

বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক ইলেকট্রনিক ড্র হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ  লটারিতে ১০ লাখ দিহরাম জিতেছেন।

দেশটির রাস আল খাইমায় বসবাসরত ৫৬ বছর বয়সী মোহাম্মদ ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। তিনি প্রায় এক বছর ধরে টিকিট কেনার পর এবার তার ভাগ্য খুলে গেছে।

বন্ধুদের পরামর্শে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন মোহাম্মদ। দলগতভাবে তারা প্রতি মাসেই টিকিট কিনেন। সর্বশেষ ড্রয়ের পর মুহূর্তেই তিনি কোটিপতি হয়ে গেছেন।

লটারি জেতার পর মোহাম্মদ বলেন, 'আমরা বিশেষ অফারে চারটি টিকিট কিনেছিলাম। এর মধ্য থেকে আমি দুটি টিকেট বেছে নেই। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমি অনেক খুশি।'

এই টাকা দিয়ে কী করবেন? জানতে চাইলে মোহাম্মদ বলেন, 'আমি এখনো জানি না। তবে, পুরস্কারের টাকা থেকে বন্ধুদেরও কিছু দেবো, আর বাংলাদেশে হয়ত বাড়ি করবো।'

 

Comments