যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের প্রেসিডেন্ট রবি, ভিপি সুমন

আল রবি উল্লাহ ও মো. সুমন আলী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আল রবি উল্লাহ প্রেসিডেন্ট ও মো. সুমন আলী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন।

বল স্টেট ইউনিভার্সিটির সাইডলার অ্যাপার্টমেন্টের কমিউনিটি অফিসে গতকাল সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।

নির্বাচনে সেক্রেটারি পদে ফাবিহা তাসনিম অরনী এবং ট্রেজারার পদে মুসা ভূইয়া নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি রবি উল্লাহ বলেন, 'বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বল স্টেটে আসতে চান বা নতুন যারা আসেন, তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবে আমাদের এই কমিটি। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বল স্টেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবো আমরা।'

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি সেখানে দেশীয় সংস্কৃতি তুলে ধরছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

 

Comments

The Daily Star  | English

Dhaka gridlocked as BNP, Jamaat political rallies bring city to a halt

Traffic congestion had spread to various parts of the city, Mirpur and Uttara experienced comparatively less disruption

29m ago