দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস এলাকায় স্থানীয় এক ব্যক্তির ছুরিকাঘাতে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ এমরাজ হোসেন সুমন নিহত হয়েছেন। 
মোহাম্মদ এমরাজ হোসেন সুমন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস এলাকায় স্থানীয় এক ব্যক্তির ছুরিকাঘাতে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ এমরাজ হোসেন সুমন নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে সুমনের দোকানে পণ্য কিনতে আসেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। কোনো এক বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমনের বুকে ছুরিকাঘাতে করেন ওই গ্রাহক। গুরুতর আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সুমনের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।

প্রবাসীরা জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।  

তারা আরও জানান, সুমন ২০২২ সালে দেশে গিয়ে বিয়ে করে আবার দক্ষিণ আফ্রিকায় আসেন। তিনি এক সন্তানের জনক।

Comments