অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু

নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ রুমন। ছবি: সংগৃহীত

মাত্র দুই দিন আগে স্বপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বেড়াতে এসেছিলেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ রুমন। সমুদ্র পাড়ে বেড়াতে গেলে প্রবল ঢেউ এসে তাকে ভাসিয়ে নেয় গভীর সমুদ্রে। ৩০ মিনিট পর উদ্ধার করা হয় তার মরদেহ।

গতকাল রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ গত ১২ এপ্রিল এক মাসের সফরে অস্ট্রেলিয়ায় এসেছিলেন।

অস্ট্রেলিয়ায় ঈদের পরই বন্ধুদের নিয়ে তিনি বেড়াতে যান উলংগং সমুদ্র সৈকতে। সেখানে বেশ কয়েকটি ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। এরপর তিনি সমুদ্রের একেবারে কিনারায় যান সবার সঙ্গে সেলফি তুলতে। হঠাৎ বিশাল ঢেউ এসে তাকে টেনে নিয়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গে রেস্কিউ হেলিকপ্টার কল করলেও রেস্কিউ বোট এসে প্রায় ৩০ মিনিট পর তার মরদেহ উদ্ধার করে।

রুমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি কর্মরত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার একে এম জাকির হোসেনের ছেলে।

আকিদুল ইসলাম, অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago