মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলো—পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে সাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।

চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে পানিতে খেলতে গেলে সাঁতার না জানার কারণে তারা দুজনই ডুবে মারা যায়। প্রতিবেশীরা দুজনকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago