কুয়েতে শ্রমিকদের ভবনে আগুনে কোনো বাংলাদেশির হতাহতের তথ্য নেই: দূতাবাস

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আব্দুল হোসেন জানান, আজ ভোরে যে ভবনটিতে আগুন লেগেছে সেটি তিনি পরিদর্শন করেছেন।
কুয়েতের দক্ষিণাঞ্চলে এই ভবনের আগুনে ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: রয়টার্স

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যে ভবনে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকেরা থাকতেন। ঘটনার সময় বিপুলসংখ্যক শ্রমিক সেখানে ছিলেন।

আরেকজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আব্দুল হোসেন জানান, আজ ভোরে যে ভবনটিতে আগুন লেগেছে সেটি তিনি পরিদর্শন করেছেন।

হোয়াটসঅ্যাপে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'ভবনটিতে কোনো বাংলাদেশি কর্মী থাকার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, এখানে বাংলাদেশিরা বেশিরভাগ পরিচ্ছন্নতা খাতে এবং ভারতীয় ও নেপালিরা নির্মাণ খাতে কাজ করে। ভবনটিতে যে কোম্পানির শ্রমিকরা থাকতেন ওই কোম্পানিতে কাজের জন্য কোনো বাংলাদেশি কর্মী কুয়েত দূতাবাস থেকে জব ডিমান্ড লেটার সত্যায়িত করেননি। এর অর্থ হলো ভবনটিতে কোনো বাংলাদেশি কর্মীর থাকার কথা নয়।

এর পরও দূতাবাসের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Comments