মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

প্রতীকী ছবি । স্টার অনলাইন গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ থাকায় ঢাকা থেকে কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ও সাময়িক বিঘ্ন ঘটেছে।

আজ মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচি পরিবর্তন ও সাময়িক বিঘ্ন ঘটে।

বিশেষ করে—শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে যাতায়াতকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি। এগুলো হলো—শারজাহগামী এয়ার এরাবিয়ার দুইটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি। দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি। কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের দুইটি ফ্লাইট। দোহাগামী কাতার এয়ারওয়েজের দুইটি, বাংলাদেশ বিমানের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এসব ফ্লাইট পর্যায়ক্রমে পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে।

তাই যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলছে।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago