অস্ট্রেলিয়ায় সি-প্লেন দুর্ঘটনায় নিহত ৩

রটনেস্ট দ্বীপ, সি-প্লেন, অস্ট্রেলিয়া, অ্যান্টনি আলবানিজ,
পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে সি-প্লেনটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে একটি সি-প্লেন বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, 'গত রাতে নৌ-পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।'

এদিকে আজ সকালে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবিসি নিউজকে বলেছেন, এই দুর্ঘটনায় আমরা শোকাহত। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত।

নিহতদের মধ্যে আছেন- ৬৫ বছর বয়সী সুইস নারী পর্যটক, ৬০ বছর বয়সী ডেনমার্কের একজন পর্যটক ও উড়োজাহাজটির ৩৪ বছর বয়সী পাইলট।

সাধারণত গ্রীষ্মের ছুটি কাটাতে পর্যটকরা পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপ ঘুরতে আসেন।

আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে আছেন- ৬৩ বছর বয়সী সুইজারল্যান্ডের একজন, ডেনমার্কের ৫৮ বছর বয়সী একজন, পশ্চিম অস্ট্রেলিয়ার ৬৩ বছর বয়সী একজন ও ৬৫ বছর বয়সী একজন আছেন।

পুলিশের ধারণা, বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটি ছয় যাত্রী ও পাইলট ছিলেন। উদ্ধার কাজে সহায়তায় ঘটনাস্থলে নৌ-পুলিশ ও বেসামরিক জাহাজ ছিল।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার অ্যাঙ্গাস মিচেল।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Rizvi voices concern over corruption allegations against advisers

He said the students should have exercised greater caution upon becoming part of the government and holding power

13m ago