জাপানে বঙ্গবাজার সুপার মার্কেটের নতুন শাখা উদ্বোধন

জাপানপ্রবাসী বাংলাদেশিদের জন্য জনপ্রিয় ‘বঙ্গবাজার’। ছবি: সংগৃহীত

জাপানপ্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় এবং বাংলাদেশি মালিকাধীন হালাল সুপার মার্কেট 'বঙ্গবাজার' এর গুনমা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 

এটি বঙ্গবাজারের দ্বিতীয় শাখা। গত শনিবার দুপুরে জাপানের গুনমা প্রিফেকচারের ওতা শহরে সর্বস্তরের প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে 'পদ্মা কোম্পানির' কর্ণধার বাদল চাকলাদার বঙ্গবাজার ওতা শাখার উদ্বোধন করেন।

বঙ্গবাজার সুপার মার্কেট পদ্মা কোম্পানি পরিচালিত একটি প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিসহ জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির হালাল পণ্যের চাহিদা পূরণ করে আসছে।

বঙ্গবাজারে বিভিন্ন পণ্যের সমাহার। ছবি: সংগৃহীত

২০২০ সালের ২০ মার্চ সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটিতে প্রথম বঙ্গবাজার সুপারমার্কেট চালু হয়। সে সময় বাদল চাকলাদার ঘোষণা দিয়েছিলেন, 'বাংলাদেশি খাদ্যসহ মুসলিম খাদ্য সংস্কৃতিকে পুরো জাপানে ছড়িয়ে দেওয়াই আমার স্বপ্ন।' 

ওতা শাখা উদ্বোধনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি রক্ষায় তিনি আরও একধাপ এগিয়ে গেলেন।

বাদল চাকলাদার বলেন, 'আমাদের লক্ষ্য মুসলিম কমিউনিটির জন্য সহজলভ্য হালাল পণ্য নিশ্চিত করা। বঙ্গবাজার ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং আমরা আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে চাই। বঙ্গবাজার শুধু একটি সুপারমার্কেট নয়, বরং প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশ।'

সপ্তাহান্তে এবং বিশেষ দিনগুলোতে প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বঙ্গবাজার। বাংলাদেশ থেকে জাপান সফরে গেলে বঙ্গবাজার পরিদর্শন যেন অঘোষিত নিয়মে পরিণত হয়েছে।

জাপানের গুনমা প্রিফেকচারের ওতা শহরে নতুন শাখার উদ্বোধন। ছবি: সংগৃহীত

নতুন এই শাখাটি ভৌগোলিক অবস্থান থেকেও স্থানীয় ও প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাত্র ৩০ মিনিটের ড্রাইভিং পথের দূরত্বে তোচিগি প্রিফেকচারের আশিকাগা, সাইতামা প্রিফেকচারের কুকি, গুনমার তাতেবায়াশি, ইছেসাকিসহ অন্যান্য শহরগুলোর অবস্থান। 

এখানে ব্রাজিল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভিয়েতনামসহ বেশ কিছু দেশের প্রবাসী কমিউনিটির বসবাস। রয়েছে বাংলাদেশি কমিউনিটিও।

বঙ্গবাজারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, তুরস্ক, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের পণ্য রাখা হয়।

এখানে দেশি মশলার পাশাপাশি, সতেজ শাকসবজি, দেশীয় মাছ, তৈরি খাবার ও বেকারি পণ্য পাওয়া যায়।

বঙ্গবাজার ছাড়াও বাদল চাকলাদার সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরে 'বঙ্গ কারি' এবং 'বঙ্গ ফ্যাশন' নামে বঙ্গবাজার সংলগ্ন আরও দুটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। একই শহরে বাদল চাকলাদারের 'পদ্মা কো লিমিটেড' নামে হালাল ফুডের পাইকারি প্রতিষ্ঠান আছে, যেখান থেকে পুরো জাপানে হালাল খাবার সরবরাহ হয়।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

20m ago