৩৪ বছর পর জাপানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি

জাপানের পিছিয়ে পড়ার পেছনে দূর্বল ইয়েন অনেকাংশে দায়ী। ফাইল ছবি: রয়টার্স
জাপানের পিছিয়ে পড়ার পেছনে দূর্বল ইয়েন অনেকাংশে দায়ী। ফাইল ছবি: রয়টার্স

দীর্ঘ ৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের মর্যাদা হারাল জাপান। জাপানকে তালিকার দ্বিতীয় অবস্থানে ঠেলে দিয়ে শীর্ষস্থানটি দখল করে নিয়েছে জার্মানি।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩ দশমিক শূন্য পাঁচ ট্রিলিয়ন ইয়েন (প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২ দশমিক নয় শতাংশ বেশি।

অপর দিকে, জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯ দশমিক ৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি। এ কারণেই ঋণদাতার তালিকায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জাপান ১৯৯১ সাল থেকে জাপানকে এই তালিকার শীর্ষ থেকে কেউ হটাতে পারেনি।

তবে জাপান সরকার এ বিষয়টিকে হালকা করে দেখার চেষ্টা করছে।

একই দিনে জাপানের কর্মকর্তারা জানান, ঋণদাতার তালিকায় পিছু হটলেও গত বছর দেশটি বৈদেশিক সম্পদের মালিকানার নতুন রেকর্ড গড়েছে।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, 'নিট বৈদেশিক সম্পদের পরিমাণ নির্ধারণে অনেকগুলো বিষয়কে বিবেচনায় নেওয়া হয়, যেমন আর্থিক সম্পদ ও ঋণের মূল্য পরিবর্তন এবং পেমেন্টের ভারসাম্যতা (ব্যালেন্স অব পেমেন্ট)।'

সাংবাদিকদের হায়াশি বলেন, 'এই বিষয়গুলোর পাশাপাশি, জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণও ধারাবাহিকভাবে বাড়ছে। যে কারণে আমরা মনে করি না র‍্যাংকিং কমে যাওয়ার পরেও জাপানের বৈশ্বিক অবস্থানে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।'

জাপানের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চীন ৫১৬ দশমিক ২৮ ট্রিলিয়ন ইয়েন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে হংকং (৩২০ দশমিক ২৬ ট্রিলিয়ন ইয়েন) ও নরওয়ে (২৭১ দশমিক ৮৩ ট্রিলিয়ন ইয়েন)।

দুর্বল ইয়েনের কারণে জাপানের জন্য বৈদেশিক সম্পদ ও দায় উভয়ই বেড়েছে। তবে বিদেশে ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধির কারণে সম্পদ দ্রুত গতিতে বেড়েছে।

জাপানের মুদ্রা ইয়েনের অপেক্ষাকৃত দুর্বল অবস্থানের কারণে বৈদেশিক সম্পদ ও দায়, উভয়ই বেড়েছে। তবে বিদেশে বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধির কারণে সম্পদ দ্রুত বেড়েছে। 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago