জাপানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি: সংগৃহীত

অবশেষে জাপান প্রবাসীদের বহু প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। আজ বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

দূতাবাস অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। রাষ্ট্রদূত মো. দাউদ আলির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, 'ই-পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরো সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন থেকে অল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।'

রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, 'জাপানে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা। কর্মদিবস হওয়া সত্ত্বেও জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

'Peace or War': China's Xi hosts massive military parade with Putin and Kim

The lavish event to mark 80 years since Japan's defeat at the end of World War Two

58m ago