ইউএস-বাংলা এয়ারলাইনস ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২২’

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলীর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য 'বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২২' পুরস্কার জিতে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

এই পুরস্কার প্রদান করেছে ট্রাভেল বিষয়ক পাক্ষিক 'দি বাংলাদেশ মনিটর'।

গত ২৩ সেপ্টেম্বর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলীর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার ও বেস্ট ইকোনমিক ক্লাসের ফুড ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন, 'ইউএস-বাংলা এয়ারলাইনসের সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago