বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু করতে পারে রাশিয়া

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

বাংলাদেশসহ ১১টি দেশে সরাসরি ফ্লাইট চালু করতে পারে রাশিয়া। দেশটির সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মরক্কো, পাকিস্তান ও সৌদি আরবে সরাসরি ফ্লাইট চালু করতে পারে রাশিয়া।

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি দেশটির এয়ারলাইন্স প্রধানদের কাছে এ সংক্রান্ত একটি একটি টেলিগ্রাম বার্তা পাঠিয়েছে।

ওই টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, 'এয়ারলাইন্সের নির্বাহীদের জানানো হচ্ছে, আপনাদের ২২ মার্চ বিকেল ৫টার মধ্যে ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির ট্রান্সপোর্টেশন রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন বিভাগের কাছে নিম্নলিখিত দেশের সঙ্গে উড়োজাহাজ পরিবহন উন্নয়নে প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করছি। মিয়ানমার, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায়, মরক্কো, পাকিস্তান, সৌদি আবরবের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে চায় রাশিয়া।'

ওই বার্তায় আরও বলা হয়েছে, ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি রাশিয়ার বিভিন্ন শহর থেকে আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান, ভেনেজুয়েলা, মিশর, কিউবা এবং তুর্কমেনিস্তানের বিভিন্ন শহরে উড়োজাহাজ ভ্রমণ বাড়ানোর প্রস্তাব সংগ্রহ করছে।'

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago