নভোএয়ার ‘সাময়িক’ বন্ধ

novoair.jpg
ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন গুঞ্জনের পর দেশের বেসরকারি তিন এয়ারলাইন্সের অন্যতম নভোএয়ার তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করল।

শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে নভোএয়ারের একজন কর্মকর্তা জানিয়েছেন, 'আজ থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।'

পরিচয় গোপন রাখার শর্তে তিনি আরও বলেন, 'আমাদের এয়ারক্রাফটগুলো বিক্রির চেষ্টা চলছিল। বিদেশি একটি ক্রেতাদল পরিদর্শনে আসবে। তাই ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ করা হয়েছে। পরবর্তীতে চালু হতেও পারে।'

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দীর্ঘ দিন থেকে ধুঁকতে থাকা নভোএয়ার বন্ধ হয়ে যাবে। সর্বশেষ গত ১৯ এপ্রিল নতুন করে টিকেট বুকিং নেওয়া বন্ধ করে নভোএয়ার। তবে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছিল।

Comments