ইউটিউবে শিরিনের ‘গানওয়ালী’
শিরিনের গানের কথা নিশ্চয় অনেকেরই মনে আছে। ‘পাঞ্জাবীওয়ালা’ শিরোনামের একটা গান গেয়ে পরিচিতি পেয়েছিলেন এই প্রবাসী কণ্ঠশিল্পী। প্রায় তিন বছর পর শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান ‘গানওয়ালী’ নিয়ে এসেছেন তিনি।
সিডি চয়েস-এর ইউটিউব চ্যানেলে ‘গানওয়ালী’র মিউজিক ভিডিও আপলোড করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, গানটির কথা, সুর ও সংগীত রচনা করেছেন আভ্রাল সাহির। ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী নিজেই।
উল্লেখ্য, এর আগে শিরিন ‘মাতওয়ালি’ শিরোনামে অরেকটি গান করেন। গানটি মোটামুটি শ্রোতাপ্রিয় হয়েছিল। কিছুটা ভিন্নধর্মী পরিবেশনা ও গায়কীর জন্যে শ্রোতারা শিরিনের গান পছন্দ করেন।
Comments