আবার এক হচ্ছেন ব্র্যাঞ্জেলিনা!

বিনোদন জগতের বহুল আলোচিত হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদের এক বছর হওয়ার আগেই খবর এসেছে – আবার এক হচ্ছেন ব্র্যাঞ্জেলিনা।
গতকাল (৯ আগস্ট) ইউএস উইকলি-র “দ্য ডিভোর্স ইজ অফ” শিরোনামের প্রচ্ছদ প্রতিবেদনে জানা যায়, অস্কার বিজয়ী অ্যাঞ্জেলিনা জোলি তাঁর ভেঙ্গে যাওয়া “সম্পর্কটি আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন।”
ম্যাগাজিনটির মতে, পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মত পাল্টানোর একটি বড় কারণ হলো গত জুনে জোলি তাঁর ছয় সন্তানকে নিয়ে একটি বড় বাড়িতে ওঠার পর নিঃসঙ্গতা গ্রাস করে তাঁকে।
এছাড়াও, আগামী সেপ্টেম্বরে প্রকাশ হতে যাওয়া “ভ্যানিটি ফেয়ার”-কে “মিসেস স্মিথ” বলেছেন, “আমরা আমাদের পরিবারটিকে জোড়া লাগাতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।”
এদিকে, গত মে মাসে জিকিউ ম্যাগাজিনকে ব্র্যাড পিট জানান, তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন। ম্যাগাজিনটির প্রচ্ছদ প্রতিবেদনে বলা হয় “মিস্টার স্মিথ” গত ছয় মাস থেকে ক্রেনবেরি জুস আর সোডা পানি খাচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইউএস উইকলি লিখেছে, নিজেকে অনেক শুধরে নিয়েছেন “ফাইট ক্লাব”-এর নায়ক।
এখন ভক্তদের অপেক্ষা কখন আসবে ভেঙ্গে যাওয়া ব্র্যাঞ্জেলিনার জোড়া লাগার আনুষ্ঠানিক ঘোষণা।
আরও পড়ুন: ভালো নেই অ্যাঞ্জেলিনা জোলি
Comments