এবার মুখ খুললেন জেনিফার লরেন্স

Jennifer Lawence
অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি: রয়টার্স ফাইল ফটো

হলিউড যখন শীর্ষ প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের যৌন কেলেঙ্কারিতে কলঙ্কিত, এমনই সময় মুখ খুললেন স্বনামধন্য অভিনেত্রী জেনিফার লরেন্স।

তিনি বলেন, তরুণ বয়সে তাঁকে এক চলচ্চিত্র প্রযোজক বিবস্ত্র করে অন্য মডেলদের সামনে দাঁড় করিয়ে রেখেছিলেন। এর ঘটনার মাধ্যমে সেই প্রযোজক জেনিফারকে আরও স্লিম হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

“হাঙ্গার গেমস”-খ্যাত এই অভিনেত্রী বলেন, সে সময় অন্য একজন পুরুষ প্রযোজক তাঁর দেহ নিয়ে চরম অশালীন মন্তব্যও করেছিলেন।

বিনোদন ম্যাগাজিন ইলি আয়োজিত বার্ষিক “উইম্যান ইন হলিউড” অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে জেনিফার বলেন, “যখন আমি তরুণ অভিনেত্রী ছিলাম, তখন চলচ্চিত্র প্রযোজকরা আমাকে দুই সপ্তাহে ১৫ পাউন্ড ওজন কমাতে বলেছিলেন।”

সেদিনের সেই ঘটনাগুলো বিব্রতকর হলেও আজ তা মনে পড়লে বেশ হাসি পায় বলেও উল্লেখ করেন ২৩ বছর বয়সে অস্কার পাওয়া এই অভিনেত্রী, খবর কন্টাক্টমিউজিকডটকমের।

 

আরও পড়ুন:

কেট উইন্সলেটকে অস্কার পেতে সহযোগিতা করেছিলেন হার্ভি ওয়েইন্সটিন!

‘ঐশ্বরিয়ার সঙ্গও চেয়েছিলেন হার্ভি ওয়েইন্সটিন’

বিতর্কিত হলিউড প্রযোজক হার্ভির ভাইয়ের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ

Comments

The Daily Star  | English

US starts war with Iran bombing key nuclear sites

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago