ছবির খবর: এ সপ্তাহের বক্স অফিসে সেরা ১০

dunkirk
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-ভিত্তিক “ডানকারক” ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে পরিচালক ম্যাট রিভসের বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক চলচ্চিত্র “ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস” প্রথম অবস্থানে থাকলেও এখন এর অবস্থান তালিকার চার নম্বরে। এ সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে পরিচালক ক্রিস্টোফার নোল্যানের “ডানকারক”।

“ইনসেপসন” ও “দ্য ডার্ক নাইট”-এর নোল্যান বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের পরিচালক। গত ২১ জুলাই লন্ডনে তাঁর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-ভিত্তিক “ডানকারক”-এর বিশ্বমুক্তি হওয়ার পর থেকেই বিশ্ব মিডিয়ায় ছবিটি ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

এ সপ্তাহে বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যালকম ডি লির কমেডি ছবি “গার্লস ট্রিপ”। এটি ২১ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।

এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া “স্পাইডার-ম্যান: হোমকামিং” এখনো দাপট দেখাচ্ছে সিনেমা হলগুলোতে। সপ্তাহের মাঝামাঝি মুক্তি পাওয়া ম্যাট রিভসের এপসকে পেছনে রেখে বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে তরুণ অভিনেতা টম হোল্যান্ডের স্পাইডার-ম্যান।

“দ্য বিগ ব্লু”-র লাক বেসনের “ভ্যালেরিয়ান অ্যন্ড দ্য সিটি অব অ্যা থাউজেন্ড প্লানেটস” চলচ্চিত্রটিকে এই গ্রীষ্মের অন্যতম ব্লকবাস্টার হিসেবে ধরা হয়েছিলো এর মুক্তির আগে থেকেই। ২১ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এই ফরাসি বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিটি বক্স অফিসে রয়েছে সেরা পাঁচ-এ।

বক্স অফিসে বাকি পাঁচটি সেরা ছবিগুলো হলো যথাক্রমে অ্যানিমেশন ছবি “ডিসপিকেবল মি থ্রি”, অ্যাকশন কমেডি চলচ্চিত্র “বেবি ড্রাইভার”, রোমান্টিক কমেডি “দ্য বিগ সিক”, সুপার হিরো ছবি “ওয়ান্ডার ওম্যান” এবং হরর মুভি “উইশ আপঅন”।

তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার

 

আরও পড়ুন: সমালোচকদের নজর কাড়ছে ক্রিস্টোফার নোল্যানের ‘ডানকারক’

আরও পড়ুন: উত্তর আমেরিকার বক্স অফিসে এ সপ্তাহের সেরা ১০ ছবি

Comments

The Daily Star  | English
Women's Affairs Reforms Commission

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

9h ago