যৌথ প্রযোজনায় আগ্রহী শাহরুখ খান, ব্র্যাড পিট

Shah Rukh Khan
সম্প্রতি মুম্বাইয়ে এক মঞ্চে অভিনেতা ব্র্যাড পিট এবং শাহরুখ খান। ছবি: হিন্দুস্তান টাইমস

হলিউড সেনসেশন ব্র্যাড পিট সম্প্রতি ভারত সফরে এসেছিলেন তাঁর অভিনীত “ওয়ার মেশিন” ছবিটির প্রচারণার কাজে। সেসময় মুম্বাইয়ে তিনি দেখা করেন বলিউড সেনসেশন শাহরুখ খানের সঙ্গে।

শুধু দেখাই নয়, দীর্ঘ সময় এই দুই মেগাস্টার কথা বলেছিলেন তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে পিট জানান, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে সিনেমা প্রযোজনা করা।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, তাঁদের ঘনিষ্ঠজনরা বলছেন, পিট-শাহরুখ দুজনেই চান তাঁদের বন্ধুত্বটা আরও জোরালো করতে। তাঁরা দুজনেই একটি সিনেমায় কাজ করার বিষয়ে অনেক দূর এগিয়ে গেছেন।

সূত্রে প্রকাশ, নিজেদের অভিনয়ের চেয়ে যৌথ প্রযোজনায় ছবি বানাতে বেশি আগ্রহী পিট ও শাহরুখ। আর সেই সিনেমা গতানুগতিক হলিউড বা বলিউডের বাইরে কিছু একটা হবে বলে তাঁরা আশা করেন।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আরও পড়ুন: ভিডিও: মুম্বাইয়ে এক মঞ্চে ব্র্যাড পিট ও শাহরুখ খান

Comments