জন্মদিনে চার দশকের ঋণ শোধ করবেন তপন চৌধুরী

গানে গানে চার দশক পার করলেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী। দীর্ঘ এ সংগীত যাত্রায় শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা। আগামী ৭ জানুয়ারি তপন চৌধুরীর জন্মদিনটি পালিত হবে একটু ভিন্নভাবে। নিজের জন্মদিনে কিছুটা ঋণ শোধ করবেন তাঁর শিল্পীজীবনে অবদান রাখা মানুষগুলোর জন্য। সাত গুণীজনকে সম্মানিত করবেন সেদিন। এছাড়াও, ১৩ বছর পর প্রকাশ করবেন নিজের একক অ্যালবাম ‘ফিরে এলাম’।
তপন চৌধুরী, ছবি: বাংলাঢোল

গানে গানে চার দশক পার করলেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী। দীর্ঘ এ সংগীত যাত্রায় শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা। আগামী ৭ জানুয়ারি তপন চৌধুরীর জন্মদিনটি পালিত হবে একটু  ভিন্নভাবে। নিজের জন্মদিনে কিছুটা ঋণ শোধ করবেন তাঁর শিল্পীজীবনে অবদান রাখা মানুষগুলোর জন্য। সাত গুণীজনকে সম্মানিত করবেন সেদিন। এছাড়াও, ১৩ বছর পর প্রকাশ করবেন নিজের একক অ্যালবাম ‘ফিরে এলাম’।

বাংলা ঢোলের আয়োজনে আগামী ৭ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে যে গুণীজনদের সম্মাননা জানানো হবে তাঁরা হলেন-  তপন চৌধুরীকে সোলস ব্যান্ডে নিয়ে আসা সুব্রত বড়ুয়া, জনপ্রিয় গান মন শুধু মন ছুঁয়েছে-এর গীতিকার-সুরকার নকিব খান ও পিলু খান, প্রথম অডিও অ্যালবাম তপন চৌধুরী-এর সুরকার আইয়ুব বাচ্চু, প্রথম গাওয়া সিনেমার গান ভাত দে-এর পরিচালক আমজাদ হোসেন, প্রথম সিনেমার গান কত কাঁদলাম, কত গো সাধলাম-এর সুরকার আলাউদ্দিন আলী ও পলাশ ফুটেছে শিমুল ফুটেছে গানের গীতিকার-সুরকার তাজুল ইমাম।

তপন চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, অনেকদিন পর গানে ফিরেছি। এটা আমার কাছে অনেক  ভালোলাগার বিষয়। আমি চাই আমাকে ঘিরে তাঁদের এই আয়োজন সফল হোক। আমার সংগীত জীবনে যাঁদের অবদান রয়েছে তাঁদের সম্মানিত করতে পারছি। এটা অনেক ভালোলাগার।

অনুষ্ঠানে তপন চৌধুরী সংগীত পরিবেশন করবেন।

তপন চৌধুরীর নতুন অ্যালবামটিতে ১০টি গান থাকছে। একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। পুরনো জনপ্রিয় গান ‘যেতে যেতে কেন পড়ে বাধা’ ও ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গান দুটি নতুন ভাবে কম্পোজ করা হয়েছে। গীতিকারের তালিকায় আছেন সেজান মাহমুদ, সাইফুল ইসলাম মুকুল, মাহবুব পিলু, তাজুল ইমাম, কবির বকুল ও মিলন খান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago