জয়া আহসানের ‘বির্সজন’-এর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ

Joya
জয়া আহসান, কৈাশিক গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। ছবি: জয়া আহসানের ফেসবুক থেকে

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বির্সজন’ ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।

আসছে ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পাবে কলকাতায়।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

ফেসবুকে কৌশিক ও আবিরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন – “বিসর্জন জিতে নিলো শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার। ভারত সরকার, আমরা খুশি। আমরা আনন্দিত। তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম।”

এ বিভাগে সেরা কণ্ঠশিল্পী হিসেবে ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাস, প্রাক্তন), সেরা গীতিকার হিসেবে অনুপম রায় ও সেরা সংগীতপরিচালক হিসেবে বাবু পদ্মনাভ এই পুরস্কার লাভ করেন।

এবারের আসরে সেরা ছবি হিসেবে ভারতের জাতীয় পুরস্কার জিতে নেয় অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago