তাহসানের নতুন ভালেবাসার গান
ভালেবাসা দিবসের জন্য নতুন একটা গান করলেন তাহসান। গানের শিরোনাম ‘তোমার চোখের শহর’।
গানটি লিখেছেন ও সুর করেছেন স্নেহাশীষ ঘোষ। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভালোবাসা দিবসে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেঘের গল্প’ নাটকে থাকবে গানটি। নাটকটি ১৪ ফেব্রুয়ারি জিটিভিতে প্রচারিত হবে।
গত ৩০ জানুয়ারি লালমাটিয়ার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
দ্য ডেইলি স্টার অনলাইনকে তাহসান বলেন, “গানের কথা ও সুরের যদি ভালোভাবে সমন্বয় করা যায় তাহলে একটা গান ভালো হতে বাধ্য। ‘তোমার চোখের শহর’ তেমনি একটা গান। আশা রাখি, শ্রোতাদের মনে নাড়া দেবে।”
গানটি অ্যাডবক্সের ব্যানারে প্রকাশিত হবে।
Comments