‘টাটা, বিড়লার চেয়ে আমিরের অর্জন বেশি’

আধুনিক ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান টাটা ও বিড়লার নাম। দেশটির স্বাধীনতা পরবর্তী অর্থনীতি বিনির্মাণে প্রতিষ্ঠান দুটির অবদান অতুলনীয়। তবুও, কারো কারো দৃষ্টিতে বলিউড তারকা আমির খানের অর্জন আরও বেশি।
Aamir Khan
বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহীত

আধুনিক ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান টাটা ও বিড়লার নাম। দেশটির স্বাধীনতা পরবর্তী অর্থনীতি বিনির্মাণে প্রতিষ্ঠান দুটির অবদান অতুলনীয়। তবুও, কারো কারো দৃষ্টিতে বলিউড তারকা আমির খানের অর্জন আরও বেশি।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের একজন সংসদ সদস্য পরেশ রাওয়ালের মতে, “আমির খান কোন চমকের ধার ধারেন না। তাঁর ভেতর সবকিছুই রয়েছে। আমি অনুভব করি, এ দেশে টাটা, বিড়লার চেয়ে আমিরের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেশি।”

ভারতের কিংবদন্তি অভিনেতা সুনীল দত্তের জীবনীচিত্রে মূল ভূমিকায় অভিনয়ের জন্যে নির্বাচিত রাওয়াল বলেন, “দর্শকরা যখন আমিরের সিনেমা দেখতে যান তখন তাঁরা ধরেই নেন এটি ভালো হবে। দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আমির জনমনে ভালোবাসার এই জায়গাটা তৈরি করেছেন।”

বলিউডের অন্য তারকাদের প্রশংসা করলেও তিনি বিশ্বাস করেন, “আমির ইজ ডিফরেন্ট”।

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago