পেপার কাটিং

‘দত্ত’ ছবিতে থাকতে পারায় গর্বিত দিয়া মির্জা

গেল বছর ‘সালাম মুম্বাই’ ছবিতে সাফল্যের পর এবার সঞ্জয় দত্তের জীবনীচিত্রে দিয়া মির্জাকে দেখা যাবে বলিউড-ব্যাডবয়ের স্ত্রী মান্যতার নাম ভূমিকায়।
Dia-Mirza
দিয়া মির্জা

গেল বছর ‘সালাম মুম্বাই’ ছবিতে সাফল্যের পর এবার সঞ্জয় দত্তের জীবনীচিত্রে দিয়া মির্জাকে দেখা যাবে বলিউড-ব্যাডবয়ের স্ত্রী মান্যতার নাম ভূমিকায়।

দিয়া বিষয়টি নিয়ে আর কিছু না জানালেও ছবিটির পরিচালক রাজু হিরানির প্রশংসায় পঞ্চমুখ তিনি।

দিয়ার ভাষায়, “হিরানি আমাদের পরিবারেরই একজন। তাঁর ‘দত্ত’ ছবিতে থাকতে পারায় আমি গর্বিত।”

ইন্ডিয়ানএক্সপ্রেসডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দিয়া বলেন, “এখনো বিস্তারিত বলার সময় আসেনি। তবে আমরা ছবিটির শুটিং শুরু করে দিয়েছি।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযানের’ ব্যান্ড অ্যাম্বাসেডর দিয়া মির্জার সর্বশেষ ছবি ‘সালাম মুম্বাই’। ভারত-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ইরানে মুক্তি পাওয়ার পর সে দেশে সুপার ব্লকবাস্টারের সুনাম অর্জন করেছিল।

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

5h ago