নরেন্দ্র মোদির চরিত্রে অক্ষয় কুমার

বলিউডে জীবনীচিত্র নির্মাণের যে জোয়ার শুরু হয়েছে তার ঢেউ গিয়ে লেগেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়েও। খবরে প্রকাশ, মোদির চরিত্রে অক্ষয় কুমারের অভিনয়ের সম্ভাবনাই প্রবল।
Akshay Kumar
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার (বামে)। ছবি: সংগৃহীত

বলিউডে জীবনীচিত্র নির্মাণের যে জোয়ার শুরু হয়েছে তার ঢেউ গিয়ে লেগেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়েও। খবরে প্রকাশ, মোদির চরিত্রে অক্ষয় কুমারের অভিনয়ের সম্ভাবনাই প্রবল।

প্রথমে বলা হয়েছিলো, মোদির চরিত্রে অভিনয় করার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন পরেশ রাওয়াল এবং অনুপম খের। এখন দিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে সেই “চা ওয়ালার” চরিত্রে অক্ষয় কুমারকে নেওয়ার সব বিষয়ই পাকাপোক্ত।

ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানান, “মোদির চরিত্রে অক্ষয়ের অভিনয় অনেক ফলপ্রসূ হবে। বহু মানুষের কাছে পৌঁছে যাবে মোদির জীবনকাহিনী।”

এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন প্রভাবশালী নেতা শক্রঘ্ন সিনহা গণমাধ্যমকে বলেন, “মিস্টার ক্লিন হিসেবে অক্ষয় কুমারের খ্যাতি রয়েছে। তাঁর ইমেজের সঙ্গে নতুন শাইনিং ইন্ডিয়ার ইমেজ ভালোভাবে মিলে যায়।”

সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডের প্রধান অনুরাগ শ্রীবাস্তব এই টুইটার বার্তায় লিখেছেন, “আমি মনে করি, আমাদের প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অক্ষয়ের চেয়ে ভালো অভিনয় আর কেউ করতে পারবেন না। একজন আদর্শবাদী ও দূরদর্শী মানুষ হিসেবে তাঁর ইমেজ উজ্জল।… অক্ষয়ও একটি নম্র-ভদ্র পরিবার থেকে উঠে আসা মানুষ, এখন জাতীয় তারকা – যেটা কিনা আমাদের মোদিজির মতো। আমরা মোদিজির চরিত্রে অক্ষয়কে অভিনয় করার প্রবল সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছি।”

“অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেমকথা’ ছবিটিকে করমুক্ত ঘোষণা দেওয়া উচিত,” বলেও তিনি মন্তব্য করেন।

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

8h ago