বলিউডেও অসভ্য লোক রয়েছে: পূজা ভাট

pooja and mahesh bhatt
বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের সঙ্গে কন্যা পূজা ভাট। ছবি: সংগৃহীত

ভারতের ফিল্মিস্তান নামে খ্যাত বলিউডেও অনেক অসভ্য লোক রয়েছেন এমন দাবি করলেন স্বনাম-ধন্য অভিনেত্রী পূজা ভাট।

হলিউডের নারী তারকাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে অভিযুক্ত শীর্ষ প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের প্রসঙ্গ টেনে “দিল হ্যায় কি মানতা নেহি”-খ্যাত এই অভিনেত্রী গত ১৫ অক্টোবর এক টুইটার বার্তায় বলেন, “বলিউডের ভেতরেও অনেক ওয়েইন্সটিন রয়েছে।”

পূজার প্রশ্ন, “অস্কার অ্যাকাডেমি যেমন করে তাকে বহিষ্কার করেছে আমরা কি তেমন পদক্ষেপ নিতে পারবো?”

প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের কন্যা পূজা ভাট পৃথক পৃথক টুইটার বার্তায় বলিউডে কপিরাইট লঙ্ঘন-সহ বিভিন্ন অনিয়মের কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগে বলিউডে কথিত স্বজনপ্রীতির বিরোধিতা করে বেশ তোপের মুখে পড়েছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা।



 

 

আরও পড়ুন:

কেট উইন্সলেটকে অস্কার পেতে সহযোগিতা করেছিলেন হার্ভি ওয়েইন্সটিন!

‘ঐশ্বরিয়ার সঙ্গও চেয়েছিলেন হার্ভি ওয়েইন্সটিন’

Comments