বাহুবলি টু: একদিনেই ১০০ কোটি রুপি

Bahubali-2
বাহুবলি টু: দ্য কনক্লুশন-এর পোস্টার। ছবি: সংগৃহীত

কল্পনাকেও হার মানাচ্ছে “বাহুবলি টু”। সিনেমাবোদ্ধাদের ধারণা ছিল মুক্তির প্রথম দিন এই সিনেমাটি ব্যবসা করবে ৮৫ কোটি রুপি। কিন্তু সেই ধারণা ভেঙ্গে দিয়ে প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে পরিচালক এসএস রাজামৌলির সিনেমাটি।

ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ টুইটারে লিখেছেন, “অবিশ্বাস্য… অকল্পনীয়… বাহুবলি তুমুল গর্জন দিয়ে শুরু করল… ভেঙ্গে দিল সব রেকর্ড… তৈরি করলো ইতিহাস…।”

প্রথম দিনে যে সিনেমা ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সামনে সেটি যে আরও কত রেকর্ড ভাঙ্গতে চলেছে তা এখন সময়ই বলে দেবে। আর দর্শকরা তো উন্মুখ হয়েই আছেন তা দেখার জন্য।

ভারতে সিনেমা মুক্তি পেলে সবচেয়ে বেশি ব্যবসা হয় ছুটির দিনে। কিন্তু সেই সব হিসাব-কিতাব উল্টে দিয়ে ছুটির দিন ছাড়াই এতোটা ব্যবসা করে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে বাহুবলি টু।

তারান আদর্শ বিস্ময় নিয়ে লিখেছেন, “প্রজাতন্ত্র দিবস নয়… ঈদ নয়… স্বাধীনতা দিবস নয়… দিওয়ালি নয়… ক্রিসমাস নয়… #বাহুবলি টু ছুটির দিন ছাড়াই বক্স অফিসে জাদু তৈরি করেছে…।”

 

আরও পড়ুন:

ভিডিও: ‘বাহুবলি’র টিকিটের জন্যে ৩ কিলোমিটার দীর্ঘ লাইন

সারা পৃথিবীর ৯,০০০ সিনেমা হলে ‘বাহুবলি টু’

Comments